কলেজ পড়ুয়াদের জন্যে বিনামূল্যে WiFi

কলেজ পড়ুয়াদের জন্যে বিনামূল্যে WiFi

কলকাতা, ১৭ জুন- বিনামূল্যে সাইকেল, জুতোর পর এবার কলেজের পড়ুয়াদের জন্যেও উপহার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার থেকে রাজ্যের সব কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রাজ্য। উচ্চশিক্ষার ছাত্রছাত্রীদের তথ্যপ্রযুক্তিমুখী করার পাশাপাশি বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য সমস্ত সরকারী কলেজে ফ্রি ওয়াইফাই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, “প্রথমে ৬০টি কলেজে এই পরিষেবা দেওয়া হবে। ধীরে ধীরে সমস্ত কলেজেই এই সুবিধা দেওয়া হবে।

ইতিমধ্যেই কলকাতা বিশ্ববিদ্যালয়কে সরকারের তরফে এই পরিকাঠামো তৈরির জন্য ২৫ কোটি টাকা মঞ্জুর করেছে রাজ্য সরকার। সবুজ সাথী সাইকেল, কন্যাশ্রী স্কলারশিপ, প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে জুতা প্রদানের পর কলেজে বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা অর্থাৎ বাংলার মুকুটে যুক্ত হল আরও একটি পালক।