ধর্ষিতার কাছে ধর্ষকের যৌনাঙ্গের মাপ জানতে চেয়ে মাত্রা ছাড়ালেন আইনজীবি

ধর্ষনের পরে সুবিচারের আশায় পুলিশের দারস্থ হয়ছিলেন নির্যাতিতা। সেখান থেকে মামলা যায় আদালতে। তবে আদালতে আইনজীবি যা প্রশ্ন করলেন, তা ধর্ষনের থেকেও যেন মারাত্মক। দ্বিতীয়বার সম্মানহানির নজির গড়ল বিচারালয়, যা ধর্ষিতার স্বপ্নাতীত ছিল।

২০১৪ সালে কানাডার এক মহিলাকে ধর্ষণ করার  অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ২৯ বছরের অ্যালেকজান্ডার স্কট ওয়াগারকে৷ তারপর সময় পেরিয়েছে বেশ কিছুটা। কিন্তু বিচার চলাকালীন এই দীর্ঘ সময়ব্যাপীই নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছেন অভিযুক্ত৷ কানাডার এক আদালতে ঘটনার মামলা চলাকালীন অভিযুক্তের আইনজীবী নির্যাতিতাকে জিজ্ঞেস করেন, সেই পরিস্থিতিতে কেন তিনি নিজের পা দু’টি জোড়া রাখেননি৷ কেনই বা তিনি আত্মরক্ষার জন্য নিজের নিম্নাংশ জলের তলায় রাখেননি৷ তবে শুধু এখানেই ছাড়েননি ওই আইনজীবি, তাঁর শালীনতার মাত্রা ছাড়িয়েছে পরবর্তী প্রশ্নেই। তিনি জিজ্ঞেস করেন, ধর্ষকের যৌনাঙ্গের মাপ কত ছিল? এমন অশালীন প্রশ্ন করায় এই আইনজীবীকে  মামলা থেকে সাসপেন্ড করে আদালত৷

তবে এই মামলার সুরাহা এখনও হয়নি। চলতি সপ্তাহেই অভিযুক্তর দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ফের একই প্রশ্ন করেন নির্যাতিতাতে৷ নির্যাতিতা যার উত্তরে শুধু ‘না’ বলেছেন৷ অভিযুক্তের দাবি, ওই মহিলার অনুমতিতেই তিনি মিলিত হয়েছিলেন৷

সুত্র : এবেলা