হাসলে টোল পড়ার জন্য লাখ টাকা উপহার পাওয়া মেয়েটা!

সামিহা হোসেন খান ২০১২ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হন। এর মাধ্যমেই পরিচিতি ছড়িয়ে পড়েছে তার। সেই থেকে তার অভিনয়ে পথচলা।

সামিহার কয়েকটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। এর মধ্যে রয়েছে অঞ্জন আইচের পরিচালনায় ‘মেঘের উপর মেঘ জমেছে’, মারুফ মিঠু পরিচালিত নাটক ‘বউ বকা দেয়’। একুশে টিভির রূপসজ্জা বিষয়ক অনুষ্ঠান ‘রূপ লাবণ্য’র উপস্থাপিকা হিসেবেও দেখা যায় তাকে। ছোটবেলায় নাচ-গান শিখলেও নাচের প্রতি তার খুব আগ্রহ। ফলে নিয়মিত নাচের অনুষ্ঠান করেন তিনি।

সামিহা বললেন, ‘আমি আসলে প্রথম থেকে সব কাজ করতাম না। বেছে বেছে কাজ করায় এখন আর গড়পড়তা কাজ করতে পারি না। এ নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।’

বড়পর্দায় মিজানুর রহমান লাবুর পরিচালনায় ‘তুখোড়’ নামের একটি ছবিতে দেখা যাবে তাকে। এটি মুক্তি পাবে কবে তা জানতে চাইলে বাঁকা হাসি হেসে তিনি বলেন, ‘আমার ছবি হলেও এটা আমিই জানি না! প্রযোজকরা জানিয়েছেন, পোস্টের কাজ নাকি বাকি আছে।’

কাজের সংখ্যা খুব কম নিয়ে সামিহা বললেন, ‘চাইলে প্রথম থেকেই অনেক কাজ করতে পারতাম। পর্দায় কাজ করতে ভালোও লাগে, কিন্তু তা মাঝে মধ্যে। বেশি ভালো লাগে কর্পোরেট চাকরি। তাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছি। উচ্চশিক্ষা লাভের পর কর্পোরেট চাকরিতে মনোযোগ দিতে চাই।’

সুন্দরী প্রতিযোগিতায় নাম লেখালেও সামিহা বরাবরই চাইতেন ভালো চাকরি করবেন। স্কুলে পড়ার সময় প্রিয় বিষয় ছিলো অর্থনীতি। বড় হয়ে অর্থনীতিবিদ হওয়ার ইচ্ছা ছিলো তার। উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন ভারতের জলপাইগুড়িতে। এরপর দেশে ফিরে স্নাতকে ভর্তি হন।